Please log in or register to like posts.
খবর

সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক বাজার মূলধন বিবেচনায় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে ছাড়িয়ে গেছে। এর ফলে ফেসবুক এক্সক্লুসিভ ক্লাবের পাশে নিজেকে নিয়ে যেতে সমর্থ হয়েছে। খবর ইটি টেলিকম।

জানা গেছে, গত শুক্রবার ফেসবুকের শেয়ারদর ১ শতাংশ বেড়ে ১৭২ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। একই দিন অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে বড় ধরনের ছন্দপতন ঘটেছে।

বুধবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে ফেসবুক। এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় নিট মুনাফা ৭১ শতাংশ বেড়ে ৩৯০ কোটি ডলারে এবং রাজস্ব ৪৫ শতাংশ বেড়ে ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে। প্রান্তিক আর্থিক খতিয়ান প্রকাশের পর পরই প্রতিষ্ঠানটির শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো এর শেয়ারদর বেড়েছে, যা প্রতিষ্ঠানটির বাজার মূলধন বাড়িয়েছে।

ইয়াহু ফিন্যান্সের তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশের পর ফেসবুকের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৮০ কোটি ডলার। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ পরবর্তী শেয়ার পতনের সঙ্গে তুলনা করলে ফেসবুক এখন যুক্তরাষ্ট্রের চতুর্থ মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান।

ফেসবুকের শেয়ারদর পরের সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকলে বাজারমূল্য ৫০ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। বাজারমূল্যে তখন অ্যাপল, অ্যালফাবেট ও মাইক্রোসফটের সারিতে চলে যাবে ফেসবুক।

Leave a Reply